
নিউজটাইম ওয়েবডেস্ক : রোনাল্ডোর গোল। রোনাল্ডোর রেকর্ডের রাতে বিতর্কিত জয় পর্তুগালের। ঘানাকে ৩-২ গোলে হারিয়ে উতরে গেল ফার্নান্দো স্যান্টোসের দল। কিন্তু যোয়াও ফেলিক্সদের ঘুম প্রায় কেড়ে নিয়েছিল ঘানা। প্রথমার্ধ গোলশূণ্য। একবার, ওই একবারই প্রায় গোল করে ফেলেছিলেন সিআরসেভেন। দ্বিতীয়ার্ধে সেই বিতর্কিত মুহূর্ত।
পেনাল্টিআদায় করে নিলেন রো। মাথায় পাহাড়প্রমান চাপ। ম্যাঞ্চেস্টারের সঙ্গে গাঁটছড়া ভাঙার বিতর্ক। তবু ঠাণ্ডা মাথায় বল রাখলেন জালে। টানা পঞ্চম বিশ্বকাপে গোল করে নতুন মাইলস্টোন ছুঁলেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু ৮ মিনিট পরেই গোল শোধ। ঘানার আন্দ্রে আয়িউ কুদুসের মাইনাসে ১-১ করে ফেললেন। কিন্তু গোলের পরেই ওঁদের তুলে নিলেন ঘানা কোচ। প্রতি আক্রমনে যোয়াও ফেলিক্স ২-১ করলেন। দু মিনিটের মধ্যেই ৩-১। এবার গোল বাড়ালেন রাফায়েল। কিন্তু ওই যে। পিকচার আভি বাকি হ্যায় দোস্ত। শেষ সময়ে ওসমানের গোল। ৩-২। অল আউটে এলো ঘানা। তবে গোল শোধ হয়নি। ম্যাচের সেরা সেই ক্রিশ্চিয়ানা রোনাল্ডো।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023