র‍্যামসের হ্যাটট্রিক, বড় জয় পর্তুগালের

নিউজটাইম ওয়েবডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মাঠে নামার আগেই ম্যাচ জিতল পর্তুগাল। সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারালেন পেপেরা। সৌজন্যে গনজালো র‍্যামস। রোনাল্ডোকে বেঞ্চে রেখে ‍র‍্যামসকেই এদিন প্রথম একাদশে রেখেছিলেন স্যান্টোস। মান রাখলেন পর্তুগালের নয়া তারকা । ৭২ মিনিটে তিনি মাঠ ছাড়ার আগে সেরে ফেললেন হ্যাটট্রিক। ১৭ মিনিটে তার গোলেই জয়যাত্রা শুরু পর্তুগিজদের। এর পর পেপে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা পর্তুগাল দ্বিতীয়ার্ধে আরও আক্রমনাত্বক হয়ে মাঠে নামল।

সুইসদের তখন ম্যাচ দেখা ছাড়া উপায় ছিল না। ফর্মের অশ্বমেধে সওয়ার র‍্যামোস নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করলেন অসম্ভব বুদ্ধিমত্তার সঙ্গে। এর মাঝে গুয়েরিরো স্কোরবুকে নিজের নাম তুলে নিলেন। সান্ত্বনা পুরস্কারের মত সুইজারল্যান্ডের আকানজি একটি গোল করলেন । ৭৩ মিনিটে রোনাল্ডো নেমে একটি গোল করলেন। কিন্তু অফসাইডে তা বাতিল হল। সুইসদের কফিনে শেষ পেরেকটি পুতলেন পরিবর্ত ফুটবলার রাফায়েল লিয়াও। ম্যাচ জিতে শেষ আটে চলে গেলেন রোনাল্ডোরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube