
নিউজটাইম ওয়েবডেস্ক : খাতায় কলমে যতই এগিয়ে থাকুক পর্তুগাল, মরক্কান চ্যালেঞ্জ টপকানো সহজ হবে না। যারা স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে, তারা কাউকেই সহজে ছেড়ে দেবে না। মরক্কোর কোচ প্রথম একাদশে কোনও বদল আনছেন না।
তবে এই ম্যাচের আগে একটাই আলোচনা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কি শুরু থেকে খেলানো হবে? তাঁকে ছাড়াই সুইসদের বিরুদ্ধে যে দাপট দেখিয়েছে পর্তুগাল, তাতে ফার্নান্দো স্যান্টোস কোন পথে হাঁটেন সেটাই দেখার। পর্তুগালের টিম গেম কীভাবে থামায় মরক্কো, কৌতুহল সেটা নিয়েও। এর আগে দু’বার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও মরক্কো। দুটি সাক্ষাৎই বিশ্বকাপে। এবং একবার করে জিতেছে দুই দল । তবে পরিসংখ্যান যতই সমান সমান হোক, এই মুহূর্তে দল হিসাবে বেশ কিছুটা এগিয়ে রয়েছে পর্তুগিজরা।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023