
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজনীতির ময়দান ছেড়ে শিক্ষকতার পাঠ দেবেন মমতা, অভিষেক, দিলীপ, শুভেন্দু, সুজন’রা? সকাল থেকে এমনই জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতির ময়দানে। কিন্তু এই জল্পনার উৎস কী? প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্প্রতি ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকা গুরুত্ব দিয়ে পড়ে দেখতেই চক্ষু চড়কগাছ।
দেখা গেল তালিকায় রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর নাম। তাহলেও কী রাজনীতিকরা টেট দিলেন? বাংলার তাবড় রাজনীতিকদের নামের সঙ্গে টেট তালিকায় থাকা প্রার্থীদের নাম হুবুহু মিলে যাওয়ায়, নেটিজেনরা এক প্রকার অবাক হয়ে গিয়েছে।ব্যঙ্গ মিশ্রিত চর্চায় ছয়লাপ সোশ্যাল মিডিয়া।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023