নিউজটাইম ওয়েবডেস্ক :
নন্দীগ্রামে
তৃণমূলের শহীদ স্মরণ অনুষ্ঠান
মঞ্চে আগুন লাগানোর অভিযোগ
আগেই উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এই
নিয়ে রাজ্য ও রাজনীতি উত্তপ্ত।এইবার সেই
ঘটনায় শুভেন্দু ঘনিষ্ঠ নন্দীগ্রামের দাপুটে
বিজেপি নেতা মেঘনাথ পালের
বাড়িতে গেল পুলিশ।
গতকাল
রাতে বিজেপি নেতা মেঘনাথ
পালের বাড়িতে গিয়ে পৌঁছায় পুলিশ। মেঘনাথ
পাল এর বিরুদ্ধে মূলত
প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল রাতে মেঘনাদের বাড়িতে
তল্লাশি চালায় পুলিশ।
ওই সময় বাড়িতে ছিলেন
না তিনি। পুলিশের
বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট ছাড়াই
তল্লাশীর অভিযোগ তুলেছেন মেঘনাথের
স্ত্রী।