
নিউজটাইম ওয়েবডেস্ক : পুলিশ কে ‘কুকুর পুলিশ’ বলে কটাক্ষ করলেন সিপিআই এমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তণ বিধায়ক তন্ময় ভট্টাচার্য।পাল্টা জবাব দিয়েছেন হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিক আহমেদ,তিনি ৩৪ বছরের বাম জমানার পুলিশের কথা উল্লেখ করে পাল্টা জবাব দিয়েছেন।
রবিবার সন্ধ্যায় হাড়োয়ায় সিপিআইএমের একটি জনসভায় প্রধান বক্তা ছিলেন তন্ময় ভট্টাচার্য, সভা মঞ্চে বক্তব্য রাখার সময় টেট আন্দোলনকারী এক যুবতীকে পুলিশ কামড়ানো প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন কলকাতা পুলিশকে এখন কুকুর পুলিশ বলছে সাধারণ মানুষ।রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী’কে এইভাবে প্রকাশ্য সমাবেশে কুকুর বলায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023