১৩৫ জন মৃত, মচ্ছু নদীতে জারি তল্লাশি

নিউজটাইম ওয়েবডেস্ক :

গত রবিবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়, গুজরাতের মরবি’র মচ্ছু নদীতে। সেতু ভেঙে জলের মধ্যে পড়ে যায় বহু মানুষ। কেউ সাঁতরে নিজেদের প্রাণ বাঁচালেও, জলে পড়ে মৃত্যু হয়েছে অনেকের।রবিবার রাত থেকে শুরু করে সোমবার, সোমবার পেরিয়ে আজ, অর্থাৎ মঙ্গলবার সকালেও মচ্ছুতে জারি রয়েছে তল্লাশি।দুর্ঘটনায় এখনও পর্যন্ত সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এবং বেসরকারি হিসেব বলছে মৃতের সংখ্যা ১৪০ এর কাছাকাছি।

হাসপাতালে মোট ১৪ জন আহত অবস্থায় ভর্তি রয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ এখনও। তাঁদের খোঁজেই, ডুবুরিদের সাহায্যে চলছে তল্লাশি।ব্রীজটি বেশ কিছু দিন সংস্কারের জন্য বন্ধ ছিল।কয়েকদিন আগে জনসাধারণের জন্য ব্রিজটি খুলে দেওয়া হয়।অভিযোগ উঠছে, ভোটের জন্য তড়িঘড়ি ব্রীজটি খুলে দেওয়ায়, সেটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়নি। গুজরাট সরকার আহত ও মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।ঘটনাস্থলে প্রধানমন্ত্রী যেতে পারেন বলে সূত্রের খবর।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube