মুক্তি পেল শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ ছবির ট্রেলার

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।

মঙ্গলবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘পাঠান’ ছবির ট্রেলার।শাহরুখ-দীপিকাকে দেখতে লাফিয়ে বাড়ছে ভিউস এর সংখ্যা।‘পাঠান’ সিনেমার গানের ভিডিও মুক্তি পাওয়ার পেতেই সঙ্গী হয়েছিল বিতর্ক। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশে। কিন্তু তাতে যে এই ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহ একটুও কমেনি তার প্রমান দিন ট্রেলার।

দু মিনিট ৩৪ সেকেন্ডের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে অ্যাকশনে ভরপুর হতে চলেছে ‘পাঠান’। নাম ভূমিকায় শাহরুখের বিপরীতে, খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।‘আউটফিট এক্স’ নামে এক প্রাইভেট টেরোরিস্ট সংস্থার হাত থেকে ভারতে বাঁচানোর লড়াই, এই ছবির পটভূমিকা। ট্রেলারে দেখা গিয়েছে ডিম্পেল কাপাডিয়া, আশুতোষ রানার মতো জনপ্রিয় অভিনেতাদের।

ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। ‘পাঠান’ ছবিতে শাহরুখ-দীপিকা দুজনেই সৈনিক।দেশের হয়ে লড়াই এক করবে এই চরিত্র দুটিকে। ‘বেশরম রং’ গানে শাহরুখ-দীপিকাকে মাখো মাখো রোম্যান্সে ডুবতে দেখা গেলেও ট্রেলারে সেই ইঙ্গিত নেই। রোম্যান্টিক জুটি হিসেবেই পরিচিত এই দুই অভিনেতা। ছবিতে কী রোম্যান্স করতে দেখা যাবে না তাঁদের? ট্রেলার দেখে ভক্তমনে উঠছে প্রশ্ন।

ট্রেলার শেষ হলশাহরুখচিত সংলাপ ‘একজন সৈনিক কখনই জিজ্ঞেস করে না দেশ তার জন্য কী করেছে, জিজ্ঞেস করে সে দেশের জন্য কী করতে পারে?’ দিয়ে।টানটান ট্রেলার দেখে মন ভরছে না ভক্তদের। যে কৌতুহল জাগছে তাদের মনে, সেই সব উত্তর পেতে ঢল নামতে পারে থিয়েটারে।আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে আদিত্য চোপড়া প্রযোজিত ‘পাঠান’।হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube