
নিউজটাইম ওয়েবডেস্ক : গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের জলপথ ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আসেন তিনি। ধুলিয়ান গঙ্গা ঘাট থেকে নৌকায় করে দিঘড়ি, মহেশটোলা, প্রতাপগঞ্জ, চাচন্ড, ধুসরীপাড়া, ধানঘরা নিমতিতা প্রভৃতি এলাকা পরিদর্শন করেন মন্ত্রী পার্থ ভৌমিক।
মন্ত্রীর সঙ্গে ভাঙন এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি চক্রবর্তী, জঙ্গিপুরের মহুকুমা শাসক সিনজন শেখর, জঙ্গিপুরের এসপি ড. ভোলানাথ পান্ডে, সাংসদ খলিলুর রহমান, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সামসেরগঞ্জের বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা, ধূলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023