
নিউজটাইম ওয়েবডেস্ক : ভোট আসে ভোট যায়, কিন্তু দক্ষিন ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ময়দা গ্রাম পঞ্চায়েতের ন’পুকুরিয়া এলাকার মানুষের দুর্দশা ঘোঁচে না। গ্রামের একমাত্র চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। আর এবার সেই রাস্তা সারাইয়ের দাবীতে পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই ভোট বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ, আন্দোলন শুরু করেছেন এই গ্রামের মানুষজন। রীতিমতো ফ্লেক্স, ফেস্টুন টাঙিয়ে চলছে বিক্ষোভ, আন্দোলন।
অভিযোগ দীর্ঘ ১০ বছর যাবৎ গ্রামের বেহাল রাস্তার কথা স্থানীয় পঞ্চায়েত, বিডিও, এমনকি বিধায়ককে জানিয়ে কোন কাজ হয়নি। বারে বারে প্রতিশ্রুতি দিলেও কেউ এই রাস্তা সারাইয়ে উদ্যোগ নেয়নি। ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিলেও ভোটে মিটে গেলে সেই প্রতিশ্রুতি পালন করা হয় না বলেই অভিযোগ গ্রামবাসীদের। আর সেই কারণেই এবার পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামের মানুষরা। রাস্তা সংস্কার না হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষ কোন ভোট দেবে না বলেই জানিয়ে দিয়েছেন গ্রামের পুরুষ মহিলা সমস্ত ভোটাররাই। তাঁদের দাবি প্রতিটা নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা গ্রামে আসেন ভোট চাইতে এবং এই রাস্তা সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট হয়ে গেলে এই রাস্তা সংস্কারের কোন কাজ হয় না। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে রাস্তা না সারলে ভোট দেবেন না। এ বিষয়ে জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাসের দাবি এই ন’পুকুরিয়া গ্রাম ময়দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন যাবৎ এসইউসিআই দলের দখলে ছিল। ওই পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত গ্রামের মানুষ রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ থেকে নানাভাবে বঞ্চিত ছিল। মাত্র ৫ মাস হল তৃণমূল ওই পঞ্চায়েতে ক্ষমতায় এসেছে। ওই গ্রামের মানুষের দাবি যথার্থ। যত তাড়াতাড়ি সম্ভব তাদের দাবি অনুযায়ী রাস্তা সারানোর চেষ্টা করার কর্মসূচি গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023