
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘চরাম চরাম ঢাকের আওয়াজ’ আর ‘গুড় বাতাসা’ এইসব বক্তব্য এবার আর শোনা যাবে না পঞ্চায়েত ভোটে। বীরভূমের দাপুটে নেতা, বীরভূম জেলা তৃনমুল সভাপতি অনুব্রত মন্ডল গরু পাচার কাণ্ডের তদন্তে জেলের মধ্যেই রয়েছেন।যদিও বিরোধীদের দাবি, এর আগে পঞ্চায়েত ভোট গুলিতে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতেই পারতেন না সহজভাবে। অনুব্রত চাইলেই নমিনেশন করতে পারতো বিরোধীরা। আবার জোর করে নমিনেশন করতে গেলেই কপালে জুটতো লাঠির বাড়ি। তাঁদের কটাক্ষ, অনুব্রতর উন্নয়ন তো রাস্তায় লাঠি হাতে দাঁড়িয়ে থাকত।
যদিও বিরোধীরা অনেকটাই আশাবাদী পঞ্চায়েত ভোট নিয়ে। এবার না কি পঞ্চায়েত ভোট খুব ভালো হবে বিরোধীদের। তাই অনুব্রতহীন বীরভূমে বিরোধীরা জোট বাঁধতে শুরু করেছেন এবারের পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে। যদিও জেলার বর্তমান তৃণমূল নেতৃত্ব গুরুত্বই দিচ্ছেন না বিরোধীদের বক্তব্য। তারাও আশাবাদী, ভোট হবে তৃণমূলের পক্ষেই।যদিও অনুব্রত হীন বীরভূমে ভোট কতটা করাতে পারবে অনুগামীরা, এখন এটাই বড় প্রশ্ন চিহ্ন।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023