
নিউজটাইম ওয়েবডেস্ক : অশোকনগরের পর এবার বনগাঁয় খনিজ তেলের সন্ধানে সার্ভে চালাচ্ছে ওএনজিসি অর্থাৎ ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। বনগাঁর কালুপুর সহ বেশ কয়েকটি জায়গায় ওএনজিসির পক্ষ থেকে ড্রিলিং করে খনিজ তেলের সন্ধান চালানো হচ্ছে। বিগত কয়েক দিন ধরেই চলছে পরীক্ষা-নিরীক্ষার কাজ। সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে, সম্ভাবনাপ্রবণ এলাকাতেই তারা এই খনন কার্য চালাচ্ছে।
তাঁরা আরও জানিয়েছেন, বনগাঁ, গাইঘাটা সহ বিভিন্ন এলাকায় তারা এই পরীক্ষা – নিরীক্ষা চালাবে। সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আশায় বুক বাঁধছেন স্থানীয় চাষীরা।তারা বলছেন এলাকায় খনিজ তেল পাওয়া গেলে খুবই ভালো হয়। এলাকায় উন্নয়ন হবে, ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। সেই দিকে তাকিয়ে তারা জমিদিতেও প্রস্তুত। কালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুক্তি সরকার বলেন, ‘আমার পঞ্চায়েত এলাকায় খনন কার্য শুরু হয়েছে এটা খুবই আনন্দের খবর। যদি এখানে খনিজ তেল পাওয়া যায় তাহলে কালুপুর সহ সমগ্র বনগাঁয় উন্নয়ন হবে। এটা খুবই আনন্দের খবর।’অন্যদিকে এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল স্বাগত জানিয়ে বলেছেন, ‘যদি এই এলাকায় খনিজ তেল পাওয়া যায় তাহলে কর্মসংস্থান হবে, এলাকার উন্নয়ন হবে।’Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023