
নিউজটাইম ওয়েবডেস্ক : কেটে গিয়েছে ৭২ ঘন্টা, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে সুখবর শোনাতে পারলেন না চিকিৎসকেরা। বরং এবারে তাঁরাও উদ্বিগ্ন। মঙ্গলবার রাতে অভিনেত্রীকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি কর হয়েছিল, শুক্রবার সকাল পর্যন্ত তাঁর পরিস্থিতির কোনও উন্নতি দেখছেন না চিকিৎসকেরা।
ব্রেন স্ট্রোক হয়ে ঐন্দ্রিলার মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত। কোমায় চলে গিয়েছেন তিনি, তিন দিন পেরিয়ে গেলেও তাঁর জ্ঞান ফেরেনি এখনও।অস্ত্রোপ্রচারের পর, তাঁকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে হাসপাতালে। তবে চিকিৎসকদের একটাই আশার বানী ঐন্দ্রিলার বয়স কম। তাই ক্যানসারের মতো এই পরিস্থিতিতেও লড়ে জয়ী হবেন তিনি, এমনই বলছেন চিকিৎসকেরা। হাসপাতালে ঐন্দ্রিলার সঙ্গে রয়েছেন বন্ধু সব্যসাচী চৌধুরী। সারা টলিপাড়া ঈশ্বরের কাছে প্রার্থনায় মগ্ন। ঐন্দ্রিলা ঠিক উঠে দাঁড়াবে, এই বিশ্বাস আকড়ে রয়েছেন সহকর্মীসহ নেটিজেনরা।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023