
নিউজটাইম ওয়েবডেস্ক : মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের রাস্তা মেরামতি কাজ শুরু হওয়ার আগে জঙ্গিপুর পুলিশ জেলা ও মালদা জেলার প্রশাসনিক কর্মীদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলো ফরাক্কার ব্লক প্রশাসন।।শুক্রবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার গঙ্গাভবনে এই প্রশাসনিক বৈঠক করা হয়।
মূলত ফরাক্কা ব্যারেজের রাস্তা মেরামতির কাজের সময় ট্রাফিক নিয়ন্ত্রণ ও জরুরি পরিষেবা গাড়ি যাতে কোনো ভাবে অসুবিধা না পড়তে হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলে জানাযায়। তারি পাশাপাশি কাজ চলার সময় কেনো সমস্যা না হয় সেই বিষয়ে তৎপর থাকবে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন এবিষয়ে প্রশাসনিক বৈঠক করা হয়। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ফরাক্কা ব্যারেজের রাস্তার কাজ এক লাইন আংশিক বন্ধ করে করা হবে এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে।।এইদিন প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও ওসীম খান, ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী, জঙ্গিপুর ট্রাফিক ডিএসপি শুভদীপ ঘোষ, মালদার প্রশাসনিক কর্মী সহ একাধিক জন।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023