নিউজটাইম ওয়েবডেস্ক :
সরকারী কর্মচারীরা
চেয়েছিলেন প্রাপ্য ডিএ, তার বদলে প্রথমে কপালে জুটল কিল-চড়-ঘুষি। এবার কপালে জুটল জামিন
অযোগ্য ধারায় মামলা। গতকাল ডিএ’র দাবিতে বিধানসভা অভিযান করেছিলেন সরকারী চাকুরে’রা।
কিন্তু ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে তাঁদের বাঁধা দিতে যায় পুলিশ।
এমন অবস্থায় ধুন্ধুমার
পরিস্থিতি তৈরি হয়। চাকুরিপ্রার্থীদের প্রহার করতে দেখা যায় পুলিশকর্মীদের। বিক্ষোভকারীদের
কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেন। আজ তাঁদের আদালতে তোলা হলে, তাঁদের বিরুদ্ধে ‘জামিন
অযোগ্য’ ধারায় মামলা করা হয়। চাকরিজীবীদের হয়ে মামলা লড়েন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত।