
নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে নেদারল্যান্ডস। ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। দুই দলই তাদের প্রথম ম্যাচে জিতেছে। ডাচরা ২-০ গোলে হারিয়েছে সেনেগালকে।
ইকুয়েডর একই ফলে জিতেছে কাতারের বিরুদ্ধে। এই ম্যাচে অনেকটাই ফেবারিট নেদারল্যান্ডস। বর্সেলোনা তারকা মেমফিস ডিপে চোটমুক্ত হয়ে এখন পুরোপুরি ফিট। শুক্রবার তিনি শুরু থেকেই মাঠে নামছেন।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023