নিউজ টাইমের খবরে আবারও চালু হল নাট্য উৎকর্ষ কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : দশ কোটিরও বেশি টাকায় তৈরী নাট্য উৎকর্ষ কেন্দ্র, অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার কথা নিউজ টাইমে দেখানোর পর তা চালুর ব্যাপারে উদ্যোগী হলো প্রশাসন। অত্যাধুনিক সাউন্ড লাইটিং সিস্টেম সহ অন্যান্য সুবিধাযুক্ত এই কেন্দ্রে সম্প্রতি ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শীঘ্রই নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও তা নিয়ে ইতিমধ্যেই গবেষণার কাজও শুরু হবে বলে নাট্যকর্মী থেকে শুরু করে জেলাশাসক সকলেই আশাবাদী।

১২ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল নাটক উৎকর্ষ কেন্দ্র। বালুরঘাটের চকবাখর এলাকায় অবস্থিত এই উৎকর্ষ কেন্দ্রের অন্যতম উদ্দেশ্যই ছিল বালুরঘাট তথা বাংলার নাটকের বিকাশ ঘটানো। ২০১৯ সালে ২ মার্চ ঘটা করে নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন হলেও নাট্যসংস্কৃতির কাজে লাগানো হয়নি। একদিকে প্রশাসনিক অবহেলা-উদাসীনতা ও তৎপরবর্তী অতিমারী করোনার জেরে দীর্ঘ ৩ বছরে নাট্যউৎকর্ষ কেন্দ্রের বেহাল দশার কথা কয়েক সপ্তাহ আগে আমরা নিউজ টাইমে তুলে ধরায় শুরু হয় চালু করার উদ্যোগ। জেলাশাসকের তৎপরতায় অত্যাধুনিক এই নাট্য উৎকর্ষ কেন্দ্রের মুক্তমঞ্চে ডিভিশন স্তরের ইউথ পার্লামেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত করে তা চালু হওয়ায় খুশি সকলেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube