
নিউজটাইম ওয়েবডেস্ক :
নিজের করা ট্যুইটের জেরেই এবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নিশানায় পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচন। সকলের মধ্যেই টানটান উত্তেজনা। ঠিক তখনই নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ট্যুইটে কেজরিওয়াল লেখেন, মহিলারা নিশ্চয় ভোট দিতে যাবেন। কিন্তু ভোট দিতে যাওয়ার আগে কাকে ভোট দেওয়া উচিত সেবিষয়ে বাড়ির পুরুষদের সঙ্গে পরামর্শ করে নিন। তাঁর এই ট্যুইটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা। তবে এবার তাঁকে সরাসরি আক্রমন করলেন স্মৃতি ইরানি।
এদিন কজরির করা মন্তব্যের উত্তরে রিট্যুইট করে স্মৃতি ইরানি বলেন, আপনার কি মনে হয়, কাকে ভোট দেবেন সেটা বোঝার বুদ্ধি মহিলাদের নেই! তবে কেন্দ্রীয় মন্ত্রীর করা এই ট্যুইটের পরে চুপ থাকেননি আপ সুপ্রিমো। স্মৃতির ট্যুইটের উত্তরে তিনি ফের রিট্যুইটে লেখেন, ইতিমধ্যেই দিল্লির মহিলারা ঠিক করে ফেলেছেন তাঁরা কাকে ভোট দেবেন।
কেজরির করা প্রথম ট্যুইটের পরেই রাগে লাল হয়ে যায় বিজেপি। ইরানি সরাসরি প্রশ্ন তোলেন, ভোট দেওয়ার আগে মহিলাদের কেন পুরুষদের সঙ্গে পরামর্শ করতে হবে! কাকে ভোট দিতে হবে তা বোঝার ক্ষমতা কি মহিলাদের নেই!