
নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষি আইনের প্রতিবাদে এবার পথে নামল মহারাষ্ট্রের কৃষকরা। সেরাজ্যের ২৩ টি জেলার বিভিন্ন স্থান থেকে মুম্বাইগামী পথে লাল ঝান্ডা হাতে লং মার্চে অংশ নিলেন হাজার হাজার কৃষক। অল ইন্ডিয়া কৃষক সভার আহ্বানে কৃষকরা নাসিক থেকে ১৮০ কিলোমিটার পথ হেঁটে হাজির হয়েছেন মুম্বাইয়ে। কৃষকদের আজাদ ময়দানের ধর্নায় যোগ দেবেন শরদ পাওয়ার, আদিত্য ঠাকরের মতো নেতারা।