
নিউজটাইম ওয়েবডেস্ক : যৌনাকাঙ্খা নিয়ে ত্বকে স্পর্শ না করলে তা যৌন নির্যাতনের আওতায় পড়ে না, এমনই বিতর্কিত রায় দিল বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। এক নাবালিকার ওপর যৌন নির্যাতনের মামলায় হাইকোর্ট রায় দিয়েছে যে, যৌনাকাঙ্খা নিয়ে যতক্ষণ না পোশাক খোলা হচ্ছে বা পোশাকের ভিতর হাত ঢোকানো হচ্ছে ততক্ষণ তা যৌন নির্যাতনের আওতায় পড়ে না অর্থাৎ যৌন নির্যাতনের ক্ষেত্রে ত্বকের সাথে ত্বকের স্পর্ষ না হলে তা যৌন নির্যাতন হিসাবে গন্য হবে না।
পকসো আইনের যৌন অভিপ্রায় নিয়ে আক্রমণ এবং শিশুর ব্যক্তিগত অংশ স্পর্শ করে বা শিশুকে অভিযুক্তের ব্যক্তিগত অঙ্গগুলির সাথে স্পর্শ করে শারীরিক সম্পর্কের কথা উল্লেখ করে বিচারক বলেন, এই মামলায় শিশুর পোশাক সরিয়ে বা পোশাকের ভিতর হাত স্তন মর্দনের বিশদ প্রমাণ নেই, তাই এটি পকসো আইনে পড়ে না। তবে এটি ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ধারায় ‘নারী শালীনতার অপমান’ হিসাবে দন্ডযোগ্য।