
নিউজটাইম ওয়েবডেস্ক : এবার ভোটের লাইনে দাঁড়ালেন শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলনকরীরা। শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে ভোট চলছে ওখলা বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শাহিনবাগ। এদি্ন এলাকার ভোটাররা ভোট দিতে ভিড় জমিয়েছেন বুথে বুথে।
প্রায় ২ মাস হতে চলেছে শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলন। আর এই আন্দোলনকে কেন্দ্র করেই বিজেপি ও আপ নেতাদের মধ্যে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শাহিনবাগের আন্দোলনকারীদের জঙ্গি বলেও আক্রমণ করা হয়। এমনকি ভোটের প্রচার চলাকালীনই শাহিনবাগে গুলি চলারও ঘটনাও ঘটেছে। সিএএ বিরোধী আন্দোলনে উত্তপ্ত শাহিনবাগ। এই অবস্থাতেও কেন্দ্রের একাধিক বুথে ভিড় করেছেন ভোটাররা। আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও সপরিবারে এসে ভোট দিয়েছেন। সিএএ বিরোধী আন্দোলন চলায় কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহন চললেও নির্বাচন কমিশনের তরফে ৪টি ভোট কেন্দ্রকে অতিস্পর্শকাতর বলে ঘোষনা করা হয়েছে।