
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ দুপুর ২:৪৫ নাগাদ আগুন লাগে পুনের সিরাম ইন্সটিটিউটের এসইজেড ৩ বিল্ডিং এর চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন লাগে। এই অগ্নিকান্ডে ৫ জনের মৃত্যু হয়েছে বলেল জানা যাচ্ছে। পুনের মেয়র মুরলিধর মোহল জানিয়েছেন, যে পাঁচজনের দেহ পাওয়া গেছে তারা সম্ভবত নির্মাণ শ্রমিক। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ওয়েল্ডিংয়ের কাজের কারনেই আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে। তবে সংস্থার তরফে বলা হয়েছে এই আগুন যেখানো কোভিশিল্ড তৈরি হচ্ছে তার খেকে অনেকটাই দূরে হওয়ায় ভ্যাকসিন তৈরির প্রক্রিয়াতে এই অগ্নিকান্ডের কোনো প্রভাব পড়বে না।