
নিউজটাইম ওয়েবডেস্ক : নয়া কৃষি আইনের প্রতিবাদে ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাস্তায় ট্রাক্টর র্যালি করার সিদ্ধান্ত নিয়েছে বিক্ষুব্ধ কৃষকেরা। এই ট্রাক্টর র্যালিতে নিষেধাজ্ঞা চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লি পুলিশ। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, দিল্লিতে এই ট্রাক্টর র্যালি হবে কি না তা আইনশৃঙ্খলার বিষয় এবং সেই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেবে দিল্লি পুলিশই।
প্রধান বিচারপতি এসএ বোবদে এদিন বলেন, পুলিশের আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষমতা রয়েছে। তিনি আরো বলেন, দিল্লীতে কে প্রবেশ করবে, কে প্রবেশ করবে না, কতজন প্রবেশ করবে সে ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত পুলিশই নেবে। আদালত প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। পাশাপাশি বিচারপতি বোবদে আরও বলেন, আদালতের হস্তক্ষেপে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।