
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্ক শেষ হতে না হতেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ২৫ ডিসেম্বর থেকে এখনো অবধি রাজস্থানের মোট ১৭ জেলায় ৫ হাজার ১৩০ টি পাখির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্য পাখি থেকে সেভাবে মানব শরীরে্ না ছড়ালেও ,মুরগি থেকে তা খুব সহজেই মানবদেহে সংক্রামিত হয়। যা ঘিরে ইতিমধ্যেই আতঙ্কিত সাধারণ মানুষ।
ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য যে রাজ্যগুলিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে, সেগুলি থেকে পোলট্রি সামগ্রী আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। যা পোলট্রি ব্যবসায় বেশ প্রভাব ফেলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এই ফ্লু বিষয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য সরকারগুলিও এই বিষয়ে যথেষ্ট সজাগ। তারা বি়জ্ঞাপন , খবরের কাগজ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতন করছে।