
নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার সকাল ৮ টা থেকেই রাজধানী শহরে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহন পর্ব। তাহলেকি এবার দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি! তা নিয়েই এখন টান টান উত্তেজনা। তবে বিজেপির জয় প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি বলেন, দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। তবে নিজের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কোন মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে।
আজ দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট। সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৬.৯৬ শতাংশ। গত বিধেনসভা নির্বাচনে নজিরবিহীনভাবে সাতষট্টিটি আসন দখল করেছিল আপ। তাহলেকি ফের কুর্সি দখল করবেন কেজরিওয়াল? নাকি ২২ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি? এই সমস্ত উত্তর পাওয়া যাবে আগামী মঙ্গলবার।