
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের দিল্লিতে ধৃত ৫ জন জঙ্গী সংগঠনের সদস্য। সোমবার সকালে পূর্ব দিল্লিতে বেশ খানিক্ষণ গুলির লড়াই.এর পর, অভিযুক্তদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। জানাল দিল্লি পুলিশের স্পেশাল সেল।
রাজধানীর শাকারপুর এলাকায় এই শুটআউট ঘটে। সোমবার সকালে ৭টা নাগাদ দিল্লি পুলিশের সাথে তীব্র গুলির লড়াই চলে সন্ত্রাসবাদী দলের। দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডেপ্যুটি পুলিশ কমিশনার প্রমোদ কুশওয়াহা জানান ৫ জনের মধ্যে ২ জন পাঞ্জাবের ও ৩ জন কাশ্মীরের। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে অস্ত্র ও আরও নানান বেআইনী জিনিস। ধৃতদের পরিচয় ও কোন সংগঠনের সাথে যুক্ত তা নিয়ে প্রশ্ন করলে কুশওয়াহা জানান, তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে চলছে। এঁদের নথীপত্র খতিয়ে দেখা হচ্ছে।