
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লিতে আন্দোলনরত কৃষকদের জমায়েতের বিরুদ্ধে এবার পিটিশন দাখিল হল সুপ্রিম কোর্টে। পিটিশনারদের তরফ থেকে আইনজীবি ওম প্রকাশ পরিহার জানান এই শুক্রবার দাখিল হওয়া পিটিশনে দাবি করা হয়েছে, এই করোনা অতিমারীর সময়ে এইভাবে জমায়েত করা একেবারেই উচিত নয়। এর ফলে বাড়তে পারে করোনা সংক্রমণের সম্ভাবনা। এই বিক্ষুব্ধ কৃষকদের দ্রুত রাজধানীর রাস্তা থেকে সরিয়ে ফেলা উচিত।
এই পিটিশনে বলা হয়েছে রাজধানীর বুকে এভাবে বিক্ষোভের ফলে জমায়েত হচ্ছে। এবং এই জমায়েতের ফলে সংক্রমণ বাড়তে পারে রাজধানীতে, এমনকি গোটা দেশে। গত বেশ কিছুদিন ধরে রাজধানীতে ইন্ডিয়া গেটের সামনে অসংখ্য কৃষক কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে ধর্নায় রয়েছেন। প্রথম থেকেই এঁদের রোখার জন্য বিভিন্ন রকম চেষ্টা করা হয়েছে। এবার এই ঘটনায় করোনা সংক্রমণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই কেন্দ্রের সাথে আন্দোলনরত কৃষকদের আলোচনা চলছে।