
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে টিকাকরণে অগ্রাধিকার পাবে এক কোটি স্বাস্থ্য কর্মী। শুক্রবার সর্বদলীয় বৈঠকে একটি প্রেজেন্টেশনের সাহায্যে এই কথা ঘোষণা করা হয় কেন্দ্রের তরফ থেকে। এদিন প্রধানমন্ত্রী এই বৈঠকে ঘোষণা করেন সরকারি ও বেসরকারি উভয় বিভাগেই এই সুবিধা পাবে স্বাস্থ্যকর্মীরা।
সূত্রের খবর সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেষ ভূষণ একটি প্রেজেনটেশন দেন। এই প্রেজেনটেশনে বলা হয় প্রাথমিক স্তরে চিকিৎসক ও নার্স মিলিয়ে এক কোটি স্বাস্থ্যকর্মীকে এই টিকা দেওয়া হবে। এরপরে দ্বিতীয় স্তরে টিকা পাবে ফ্রন্ট লাইনাররা। এর মধ্যে থাকবেন পুলিশ কর্মী, সেনা আধিকারিক, পুরসভাকর্মী ও অন্যান্যরা। এদিন প্রধানমন্ত্রী জানান, প্রায় আটটি টিকা পরীক্ষার বিভিন্ন স্তরে রয়েছে। এরমধ্যে বেশিরভাগই তৈরি হবে ভারতে, এছাড়া ভারতের তিনটি টিকাও পরীক্ষার নানান স্তরে রয়েছে। প্রধানমন্ত্রী জানান, বিজ্ঞানীদের অনুমতি পেলেই টিকাকরণের প্রক্রিয়া শুরু হবে।