
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের দেশে কমল দৈনিক আক্রান্তের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৩১,১১৮ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৪,৬২,৮১০। এর মধ্যে চিকিৎসাধীন আছেন ৪,৩৫,৬০৩ জন। ইতিমধ্যেই দেশে সুস্থ হয়ে উঠেছেন ৮৮,৮৯,৫৮৫ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৭,৬২১।
আজ ২৪তম দিন যেদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম। এর আগে শেষ ৭ই নভেম্বর দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে ছিল ৭ই নভেম্বর। এখনও পর্যন্ত দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এই রাজ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছে ৯১,৬২৩। ইতিমধ্যে এই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬,৮৫,১২২। তবে মহারাষ্ট্রে ইতিমধ্যেই ৪৭,১৫১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। রাজধানী দিল্লিতে বর্তমানে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৩২,৮৮৫। তবে ইতিমধ্যেই দিল্লিতে সুস্থ হয়ে উঠেছেন ৫,২৮,৩১৫ জন। এখনও পর্যন্ত রাজধানীতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯,৭১৪ জনের। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের তথ্য অনুসারে এখনও পর্যন্ত দেশে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৪,১৩,৪৯,২৯৮। গত ২৪ ঘন্টায় এর মধ্যে ৯,৬৯,৩২২ টি পরীক্ষা হয়েছে দেশে।