
নিউজটাইম ওয়েবডেস্ক : বিষমদ খেয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কমপক্ষে ২০ জন। মৃত ও অসুস্থের সংখ্যা আরও বাড়তে পারেই বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার তদন্তও শুরু করা হয়েছে।
জানা গিয়েছে, প্রয়াগরাজের আমিলিয়া গ্রামে একটি দেশি মদের দোকান চালাতেন এক দম্পতি। সেখানে প্রায় প্রতিদিনই মদ খেতেন স্থানীয় মানুষেরা। কিন্তু গতকাল সেখানে মদ খাওয়ার পর অনেকেই অসুস্থ বোধ করেন। তাঁদের সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত ৬ জনের মৃত্যু ঘটে। কমপক্ষে ২০ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মৃত্যু ও অসুস্থের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। প্রয়াগরাজের জেলাশাসক ভানুচন্দ্র গোস্বামী জানান, এই ব্যক্তিদের ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত করার পরেই বলা সম্ভব। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মদ থেকে বিষক্রিয়ায় এই মৃত্যু হয়েছে। তবে সকলের দেহই পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই সব স্পষ্ট হবে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদও চলছে। কোথা থেকে এই মদ আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কী করে বিষক্রিয়া হল, সেই সবও দেখা হচ্ছে। যদিও এই প্রথম নয়, এর আগেও উত্তরপ্রদেশের বিভিন্ন প্রদেশে বিষমদ খেয়ে অনেক লোকেরই মৃত্যু হয়েছে। সেই তালিকায় এবার জুড়ল প্রয়াগরাজের এই মৃতদের নাম। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিরোধীরা শাসকদলকে তোপ দেগেছেন। যদিও সরকার জানিয়েছে, এই ঘটনার তদন্ত হচ্ছে, যে বা যারা দোষীপ্রমাণ হবে তাদের শাস্তি দেওয়া হবে।