
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের সাম্রাজ্য বিস্তার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। এবার ২৪,৭১৩ কোটি টাকায় কিশোর বিয়ানির ফিউচার গ্রুপকে কিনে নিল মুকেশ আম্বানীর রিলায়েন্স রিটেইল। শুক্রবার এই হাতবদলের চুক্তিতে শীলমোহর দিয়েছে কম্পিটিশন কমিশন এফ ইন্ডিয়া বা সিসিআই । এই পদক্ষেপে ভারতীয় বাজারে জোড়ালো ধাক্কা খাবে অ্যামাজন।
এই চুক্তির জেরে গোটা দেশে ফিউচার গ্রুপের ৪৫০ টি শহরে থাকা ১৮০০টি বিগবাজার, ফ্যাশান বিগ বাজার, সেন্ট্রাল, ফুড হল ইত্যাদি সংস্থা গুলিকে নিজেদের ব্যবসার জন্য ব্যবহার করতে পারবে রিলায়েন্স রিটেইল। সিসিআই এর তরফ থেকে শুক্রবার ট্যুইট করা হয়, ফিউচার গ্রুপের খুচরো ও পাইকারি এবং লজিস্টিকস ও ওয়্যারহাউসিং এর ব্যবসাকে অধিগ্রহণ করতে পারে রিলায়েন্স ভেঞ্চারস এবং রিলায়েন্স রিটেইল ফ্যাশন লাইফস্টাইল। অগাস্ট মাসে হওয়া চুক্তি অনুসারে ফিউচার গোষ্ঠীর রিটেইল ও হোলসেল রিটেইল ফ্যাশন লাইফস্টাইলকে হস্তান্তর করা হবে রিলায়েন্স রিটেইল ফ্যাশন লাইফস্টাইলকে। এই চুক্তি অনুসারে ফিউচার গ্রুপকে ২৪,৭১৩ কোটি টাকা দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স রিটেইল ফ্যাশন লাইফস্টাইল মূলত রিলায়েন্স ভেঞ্চারস গোষ্ঠীরই মালিকানাধীন একটি শাখা সংস্থা। এবং ফিউচার গোষ্ঠীর হোলসেল ও লজিস্টিক শাখাকে সরাসরি হস্তান্তর করা হবে রিলায়েন্স ভেঞ্চার্সকে। এই বিষয়ে ফিউচার গোষ্ঠীর কর্ণধারকে প্ৰশ্ন করলে তিনি জানান, এই চুক্তি সকলের কথা ভেবেই করা হয়েছে। এরফলে লাভবান হবেন সংস্থার সঙ্গে যুক্ত সমস্ত স্তরের মানুষ। শেয়ার হোল্ডার থেকে শুরু করে আউটলেটের কর্মী পর্যন্ত। এই হস্তান্তরের ফলে সংস্থার কোনো শাখা বন্ধ হচ্ছেনা।