
নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল, জানাল বৃহণ্মুম্বাই পুরনিগম। করোনা পরিস্থিতিতে কোনো ঝুঁকি নিতে চায়না মুম্বাই, জানালেন মেয়র। এর আগে ঘোষণা করা হয়েছিল করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর, ২৩শে নভেম্বর খুলবে স্কুল। নবম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানান হয়েছিল। তবে এখনও রাজ্যে করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। আগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত কোনো স্কুল খুলবেনা।
দেশে করোনা সংক্রমণ ধীরে বাড়তে থাকায় মার্চ মাস থেকেই মুম্বাইয়ে বন্ধ ছিল স্কুল কলেজ গুলি। এই সতর্কতামূলক পদক্ষেপের পর, দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল। এরপর দীপাবলীর ছুটির পর স্কুল খোলা নিয়ে আলোচনা চলছিল। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানান, শহরে ক্রমাগত করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল গুলি বন্ধ ছিল। এরই মধ্যে অতিমারীর সময়ে কিছু স্কুল করোনা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। সংক্রমণ আরও বৃদ্ধি যাতে না পায় তার জন্যে স্কুলগুলি বন্ধ রাখা হল আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত। তবে রাজ্যের অন্যান্য শহরগুলিতে নির্ধারিত সময়েই খুলতে পারে স্কুল গুলি।