
নিউজটাইম ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলার জলঙ্গি সাহেবনগরে এনআরসি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে খুন হয় দুজন। সেই ঘটনায় ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বুধবার ফের একজন কে গ্রেফতার করল পুলিশ। ওইদিন রাত্রে হায়দার শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে বহরমপুর আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের জন্য আবেদন জানানো হবে। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত তহিরউদ্দিন মন্ডল ও মিল্টন শেখ এখনো অধরা। জানা যাচ্ছে হায়দার তহিরুদ্দিন এর সঙ্গী হিসাবে বলে জানা যাচ্ছে এফ আই আর এ নাম রয়েছে হায়দার আলী।
গত ২৯শে জানুয়ারি জলঙ্গি ব্লকের সাহেবনগরে নাগরিকত্ব বিরোধিতায় বনধের ডাক দেয় ভারতীয় নাগরিক মঞ্চ নামে একটি অরাজনৈতিক সংগঠন। বনধের সমর্থনে বহু মানুষ জমায়েত হয় ও সেখনেই আচমকা এলোপাথারি গুলি চালায় দুজন দুষ্কৃতি।