
নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হল, শনিবার নতুন করে আক্রান্তের রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘন্টায় ৫৭,১১৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৯৫,৯৮৮। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬,৫১১।
দেশে তিন দিনে প্রায় এক লক্ষ সংক্রমণ হয়েছে। তবে আশার আলো দেখছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ১০.৯৪ লক্ষ রোগী সেরে উঠেছে। দেশে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৬৪.৫২ শতাংশ। মাত্র ১৮৩ দিনে দেশে ১৬ লক্ষ করোনা পজিটিভের সংখ্যা পেরিয়ে গেল। জানুয়ারির ৩০ তারিখ কেরালায় দেশের সর্ব প্রথম করোনা রোগী চিহ্নিত হন। এর ঠিক ১১০ দিনের পরই দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়ে যায়। এখনও পর্যন্ত মোট আক্রান্তের ৬০ শতাংশ এবং মোট মৃতের ৫০ শতাংশ জুলাই মাসের মধ্যেই নথীভুক্ত হয় দেশে। বিশেষজ্ঞদের মতে দেশে লকডাউন শিথিল হওয়ার পর থেকেই সংক্রমণের এই বিপুল বৃদ্ধি হয়েছে। এই লকডাউন বিশ্বের সবথেকে কড়া লকডাউন ছিল।