
বাইশ গজে ব্যাট হাতে যেমন প্রতিপক্ষের বোলারদের নাজেহাল করেছেন তিনি, ঠিক সেভাবেই এবার রাজনীতিতে আক্রমণাত্মক মেজাজে ফিরলেন ক্রিকেটার-রাজনীতিবীদ গৌতম গম্ভীরের। আর মাত্র কয়েকদিন পরেই দিল্লি ভোট। এমন টান-টান উত্তেজনার মধ্যে ট্যুইট করে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তীব্র ভাষায় আক্রমন করেন গৌতম গম্ভীর। তিনি লেখেন, ‘কেজরিওয়াল মুখ্যমন্ত্রী নন, উনি একজন মুখ্য ঢঙি’।
ভোটের মুখে কেজরি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সেই মর্মে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কোন ভাবেই আক্রমন করতে ছাড়েননি নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতারা। এবার তাঁদের দলে নাম লেখালেন গৌতম গম্ভীরের। এদিন আপ প্রধানকে কটাক্ষ করে ট্যুইটে তিনি আরও লেখেন, ‘কেজরিওয়াল একজন অভূতপূর্ব মুখ্যমন্ত্রী। আন্না হাজারে-সহ সবাইকে মিথ্যা কথা বলেছেন। মিথ্যা বলেছেন সব সরকারকেও।’
আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনে নিজেদের আধিপত্য কায়েম রাখতে রাজধানীতে আক্রমনের ঝড় তুলেছে আপ-বিরোধী বিজেপি, কংগ্রেস।