
নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার লোকসভায় অযোধ্যার রামমন্দির নির্মানে ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাঁর কথায়, এই ট্রাস্টের তত্ত্বাবধানেই রাম মন্দির তৈরির কাজ হবে। ট্রাস্টটির নাম দেওয়া হয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
ট্রাস্ট গঠন জন্য আগেই নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই বুধবার লোকসভা ট্রাস্ট গঠনের বিষয়টি প্রকাশ্যে আনেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এই ট্রাস্ট গঠনের বিষয়টিকে যাতে সকলে সমর্থন করেন সেজন্য এদিন লোকসভা থেকে সকলকে অনুরোধ করেন তিনি। ৩ মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর ঠিক সেকারনেই তড়িঘড়ি ট্রাস্ট গঠনের কথা জানিয়ে দিলেন মোদী। যদিও এই ট্রাস্টের সদস্য কারা কারা হবেন সেবিষয়ে মুখ খোলেননি তিনি। তবে যোগী আদিত্যনাথ এই ট্রাস্টের সদস্য হতে পারেন বলেও অনুমান করছেন অনেকেই। জানা গিয়েছে, রামনবমীতেই শুরু হবে রামমন্দির নির্মাণের কাজ। এছাড়া রাম মন্দির তৈরির জন্য অযোধ্যায় ৬৭ একর জমি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।