
নিউজটাইম ওয়েবডেস্ক : বেআইনি ভাবে পাখি পাচার নেহাতই বন্ধ হয়নি।তারই এক হদিশ মিলল জলপাগুঁড়ি জেলায়। বিস্কুটের
কার্টনে ভরে প্রায় লোকচক্ষুর আড়ালেই চলছিল পাখি পাচারের ব্যবসা। রাজ্য জুড়ে বিরল পাখি কেনা-বেচা,শিকার কার্যত নিষেধ,কিন্তু তা সত্ত্বেও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই চলছিল ব্যবসার রমরমা।সেই ব্যবসার আখড়ার খোঁজ পেতেই ক্রেতা সেজে মাঝ রাতে হানা দিলো টাস্কফোর্স। উদ্ধার ১১ টি টিয়া পাখির ছানা। গ্রেফতার কুখ্যাত পাখি পাচারকারী মহম্মদ উকিল। পুলিশকে ধৃত ব্যক্তি জানিয়েছে,টিয়া ২০০/- পিস ময়না ১০০০/- পিস এই পাইকারী দরে পাখির ছানা কিনতো মহম্মদ উকিল। ছানা গুলি আসতো বিভিন্ন ফরেষ্ট ও চা বাগান থেকে। এরপর চাহিদা অনুযায়ী রাজ্যের বিভিন্ন যায়গার পাশাপাশি বিদেশেও পাচার চালাতো উকিল। এর আগে বেশ কিছু পাচারকারী কে জেরা করে উঠে আসে এন জে পি সাউথ কলোনী এলাকার বাসিন্দা মহম্মদ উকিল এর নাম। বহু চেষ্টা করেও তাকে ধরা যাচ্ছিলো না। এরপর ফাদ পাতে টাস্কফোর্স এর প্রধান সঞ্জয় দত্ত। গতকাল রাতে নেপালে পাচারের আগে ক্রেতা সেজে হানা দিয়ে বমাল গ্রেফতার করে মহম্মদ উকিল। সংবাদমাধ্যমের সামনে পাচারের কথা স্বীকার করে নেয় মহম্মদ উকিল। ধৃতের কাছ থেকে উদ্ধার ১১ টি টিয়া পাখির ছানা। ধৃত কে আজ জলপাইগুড়ি আদালতে তুলে রিমান্ডের আবেদন জানাবে টাস্কফোর্স বলে জানান সঞ্জয় দত্ত।