
নিউজটাইম ওয়েবডেস্ক : শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হঠাৎই হাসপাতালে ভর্তি হতে হল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে। আপাতত দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আজ সন্ধে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাঁকে দেখতে হাসপাতালে যান পুত্র রাহুল গান্ধী ও কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও। যদিও রুটিন চেকআপের জন্যই তাঁকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। অসুস্থতার কারণে শনিবার লোকসভায় বাজেট পেশের সময়ও তিনি হাজির থাকতে পারেননি। গতবছর চিকিৎসার জন্য বেশ কিছুদিন আমেরিকায় ছিলেন কংগ্রেস সভানেত্রী।