
নিউজটাইম ওয়েবডেস্ক : শ্রীনগরে ভয়াবহ বিস্ফোরণে, আহত দু’জন সিআরপিএফ জওয়ান সহ মোট চারজন। রবিবার হঠাৎই গ্রেনেড বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর।
পুলিশ সুত্রের খবর, জম্মু-কাশ্মীরের লাল চক এলাকায় রবিবার সকালে ঘটে ওই বিস্ফোরনের ঘটনা। লালচকের প্রতাপপার্ক এলাকায় তখন কর্মরত ছিলেন আহত ওই সিআরপিএফ জওয়ানরা। তাঁদের দেখে আচমকাই গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তখন লালচকের ব্যস্ত এলাকা প্রতাপপার্কের বাজারে বহু সাধারন মানুষও এসেছিলেন। ফলে জওয়ানদের পাশাপাশি এদিন বিস্ফোরণে আহত হন দু’জন সাধারণ মানুষও। ঘটনার পরেই সিআরপিএফ জওয়ান সহ দুজন সাধারণ মানুষকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের সকলেরই চিকিৎসা চলছে।