
নিউজটাইম ওয়েবডেস্ক : তাঁরা বিজেপি করেন, আর ঠিক সেই অপরাধেই বর্বরতার শিকার হলেন দুই মহিলা বিজেপি সমর্থক। অভিযোগ, জোর করে তাঁদের জমি কেড়ে নিয়ে সেখানে রাস্তা তৈরির চেষ্টা চালায় শাসক দলের প্রতিনিধিরা। ঘটনার প্রতিবাদ করায় স্মৃতিকনা দাস এবং সোমা দাস নামের ওই দুই মহিলার ওপর শারীরিক অত্যাচার চালান শাসক দলের লোকেরা।
জানা গিয়েছে স্মৃতিকনা দাস এবং সোমা দাস দুই বোন। গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকার বাসিন্দা তাঁরা। এদিন হঠাৎ করেই তাঁদের জমি দখলের জন্য চেষ্টা চালায় একদল যুবক। তাতে ওই দুই বোন বাধা দিলে স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের নেতৃত্বে শাসক দলের একদল যুবক তাঁদের পা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। সাথে সাথেই আহত ওই দুই বোনকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনেস্থলে পৌঁছায় পুলিশ. তবে এখনো অভিযুক্তদের কাউকের গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্যদিকে পুরো ঘটনাটি অস্বিকার করা হয়েছে শাসক দলের তরফে।