
র্নিভয়ার চার অপরাধীর মধ্যে অন্যতম বিনয় শর্মার ক্ষমাভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।বিনয় তার বলতে চাইলেও কেউ তা শোনেনি বলে অভিযোগ করে সে।তার আইনজীবি এপি সিং বলেন,এতোদিনে বিনয় ভেতর থেকে মৃত বলে মনে করে। তাই সে প্রাণটুকু ভিক্ষা চেয়েছে।কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হয়নি। শনিবার সকালেই ফাঁসি হওয়ার কথা ছিল র্নিভয়ার চার অপরাধী বিনয় শর্মা,অক্ষয় ঠাকুর,পবন গুপ্তা এবং মুকেশ সিং এর। শুক্রবার রাতে দিল্লী হাইকোর্টে ফাঁসিতে স্থগিতাদেশ দেয়।পরবর্তী ফাঁসির তারিখ এখনও ঘোষণা হয়নি।এই নিয়ে দ্বিতীয়বার এই চারজনের মৃত্যুদন্ড স্খগিত হয়ে গেল।