
নিউজটাইম ওয়েবডেস্ক : ১৪ এপ্রিলের পর লকডাউনের মেয়াদ বাড়বে নাকি শিথিল করা হবে, তা নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রশাসনের তরফে। এই পরিস্থিতিতে আগেই ৩০ এপ্রিল পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল এয়ার ইন্ডিয়া। এবার সেপথে হেঁটেই, এখনই কোন আন্তর্জাতিক বিমান উড়ানো হবেনা বলে জানিয়ে দিল ইন্ডিগো।
করোনা মোকাবিলার স্বার্থে ২৫ মার্চ থেকে ২১ দিনের জন্য় লকডাউনের সিদ্ধান্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাজ্য এই লকডাউন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেও এখনও পর্যন্ত সেবিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার দেখানো পথে হেঁটে ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমান পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত ঘোষনা করল ইন্ডিগো। প্রধানমন্ত্রী জানিয়েছেন, লকডাউনের সময়সীমা বাড়বে কী না তা নির্ভর করছে দেশের পরিস্থিতির ওপর। কিন্তু এই মুহূর্তে কোনরকম ঝুঁকি নিতেই রাজি নয় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। তাই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক উড়ান বাতুল করা হয়েছে এই সংস্থার তরফে।