নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবারের পর করোনা আবহে আবারও দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ৯টায় দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেবেন বলে টুইট করে জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী। তবে ঠিক কী নিয়ে বার্তা দেবেন মোদী, সেই বিষয় স্পষ্ট নয়। করোনাভাইরাস পরিস্থিতি ও লকডাউন নিয়েই দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এর আগে দু’বার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। করোনাভাইরাস নিয়ে গত ১৯ মার্চ প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন নমো। সেদিনের ভাষণে গত ২২ মার্চ দেশে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপরের জাতির উদ্দেশে ভাষণে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন মোদী।
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।