
নিউজটাইম ওয়েবডেস্ক :
করোনাভাইরাসে দেশে প্রাণহানির সংখ্যা যত কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই লকডাউন শেষ হওয়ার পরই যাতে রাস্তায় মানুষ বেরিয়ে না পড়েন, তা নিশ্চিত করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স কল করেন মোদী। সেখানে তিনি রাজ্যগুলিকে বলেন, ‘লকডাউন শেষ হলেই যাতে রাস্তায় মানুষ বেরিয়ে না পড়েন, তা নিশ্চিত করার জন্য রাজ্যেগুলিকে কেন্দ্রের সঙ্গে অবশ্যই কাজ করতে হবে। একটি যৌথ এগজিট রূপরেখা (কমন এগজিট স্ট্র্যাটেজি) বানাতে হবে।’ কীভাবে লকডাউন থেকে বেরনো যায়, তা নিয়ে রাজ্যগুলিকে চিন্তাভাবনা করার আর্জি জানান মোদী। তাঁদের পরামর্শও চান। লকডাউন শেষের পর করোনাভাইরাস সংক্রমণ রুখতে যে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আরও একবার স্মরণ করিয়ে দেন মোদী। তবে ১৪ এপ্রিলের পর লকডাউনের কী ভবিষ্যৎ, তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি মোদী। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, লকডাউন শেষ হওয়ার পর ভিড় এড়াতে সবাইকে একসঙ্গে বেরোতে দেওয়া হবে না। আংশিকভাবে দেওয়া হবে। লকডাউনের বিষয়ে কোনও স্পষ্ট আভাস না দিলেও আগামী কয়েক সপ্তাহে দেশের লক্ষ্য কোন কোন বিষয়ের উপর থাকা উচিত, তা ব্যাখ্যা করেন মোদী। জরুরি চিকিৎসা সামগ্রী, ওষুধ তৈরির জন্য কাঁচামাল ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগান বজায় রাখার বিষয়ে নিশ্চয়তা দেন মোদী।