
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পদ্মশ্রী প্রাপ্ত শীখ ধর্মীয় সঙ্গীত শিল্পী নির্মল সিং। বৃহস্পতিবার অমৃতসরে তাঁর জীবনাবসান। পাঞ্জাবের স্বর্ণমন্দিরে হুজুরি রাগী ছিলেন তিনি।
ব্রঙ্কিয়াল অ্যাস্থমা থাকায় প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল তাঁর অবস্থা। বুধবার তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়, বলে জানান পাঞ্জাবের বিপর্জয় মোকাবিলা দফতরের মুখ্য সচিব। সম্প্রতি বিদেশ থেকে ফেরেন তিনি, ফেরার পরই শ্বাস কষ্ট শুরু হয় তাঁর। গত ৩০শে মার্চ হাসপাতালে ভর্তি হন তিনি। তবে যা আরও চিন্তার, তা হল বিদেশ থেকে ফেরার পর তিনি দিল্লি, চন্ডিগড় ও আরও নানান জায়গায় বেশ কয়েকটি বড় জমায়েতে যোগ দেন তিনি। গত ১৯শে মার্চ তাঁর বাড়িতে তাঁর পরিবার সহ একটি কীর্তনের আসর এর আয়োজন করেছিলেন তিনি। নির্মল সিং এর পরিবার সহ আরও ৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।