
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় একযোগে লড়ছে দেশের প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। তবে এই লড়ায়ে যাদের নাম একেবারে তালিকার প্রথম সারিতে রয়েছে, তাঁরা হলেন নার্স, চিকিৎসক থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীরা। দেশের এই সংকটের দিনে তাঁরা যেভাবে কোন স্বার্থ ছাড়াই লড়ে যাচ্ছেন তা নি:সন্দেহে প্রশংসনীয়। তাঁদের এই ঋণ যে কোন ভাবেই মেটানোর নয়। তাও করোনাভাইরাসে কোন স্বাস্থ্যকর্মীর মৃত্য়ু হলে, যোগ্য় সম্মান দিতে তাঁদের ‘শহিদের’ মর্যাদার পাশাপাশি তাঁর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়ে দিলেন দিল্লি মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, “এই মুহূর্তে এক এক জন সৈনিকের ভূমিকা পালন করছেন চিকিৎসক থেকে শুরু করে নার্স ও স্বাস্থ্যকর্মীরা। দেশবাসীকে বাঁচাতে অপনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন।” এরপরেই তিনি জানান, দেশের জন্য লড়াই করতে গিয়ে একজন জওয়ান যখন শহিদ হন তখন তাঁর পরিবারবে দিল্লি সরকারে তরফে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। একইবাবে করোনার মতো মারণ ভাইরাসের বিরুদ্ধে যেসমস্ত স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে লড়ে যাচ্ছেন, তাদের মধ্যে কারও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে তাঁদের পরিবারের হাতে ১ কোটি টাকার ক্ষতিপূরণ তুলে দেবে আপ সরকার। তবে শুধুমাত্র সরকারি হাসপাতাল নয় বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানান আম আদমি পার্টির সুপ্রিমো।