
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে ২১ দিনের টানা লকডাউন। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন সকলেই। তবে এই মুহূর্তে সবচেয়ে সংকটে রয়েছেন ‘দিন আনা দিন খাওয়া’ মানুষগুলো। বাড়ির বাইরে বেরোতে না পারায় তাঁদের রুটি-রুজির ব্য়বস্থা করাও সম্ভব হচ্ছেনা। তবে দেশের এই কঠিন পরিস্থিতিতে সেই মানুষগুলোর পাশে দাঁড়েতে এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরাই। সেই তালিকা থেকে বাদ পড়েননি সেলিব্রটিরাও।
“মানুষ মানুষের জন্য”। করোনার কোপ থেকে বাঁচতে এখন এই কথাটাই অক্ষরে অক্ষরে মেনে চলছেন রাজ্যবাসী । সকলেই সকলের সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সঙ্কট মোকাবিলায়। ক্রিড়া দুনিয়া থেকে শুরু করে বিনোদন জগত, দেশের এই সংকটের দিনে পাশে দাঁড়িয়েছেন বহু তারকাই। ত্রাণ তহবিলে কেউ কেউ টাকা দিচ্ছেন, তো কেউ খাবার বিতরন করছেন দুঃস্থ মানুষদের।

আর্থিক সাহায্য না,প্যাকেট ভর্তি চাল-ডাল দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের মধ্যে নিজে হাতে বিতরণ করলেন ইমন চক্রবর্তী । বিনিময়ে পেলেণ প্রশংসা ও আশীর্বাদ।