
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির নিজামুদ্দিনে তাবিলাঘি জামাত ধর্মসভায় অংশগ্রহণ করা প্রায় ৮ জন ইন্দোনেশিয়ার নাগরিককে চিহ্নিত করে কোয়ারান্টাইন করা হয়েছে নাগিনা এলাকায়। তাঁদের এই নাগিনা এলাকার একটি মসজিদ থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশ এবং এরপর তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
স্থানীয় এসপি সঞ্জয় সিং জানান, এই ৮ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং ঐ মসজিদের কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া দিল্লির বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা যে সমস্ত মানুষ এই ধর্মীয় সভায় যোগদান করেছিলেন তাঁদেরকে নানান হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। ইতিমধ্যেই এই সভায় যোগদানকারী দিল্লির ২৪ জন বাসিন্দা করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, প্রশাসন এখনও পর্যন্ত এই ধর্মসভায় কতজন যোগ দিয়েছিল তার নিশ্চিত সংখ্যা না বলতে পারলেও আনুমানিক ১৫০০ থেকে ১৭০০ জন সমবেত হয়েছিলেন মার্কাজ বিল্ডিংয়ে। এই তাবিলাঘি জামাত ধর্মসভা দিল্লির নিজামুদ্দিন এলাকার মার্কাজ বিল্ডিংয়ে আয়োজিত হয়েছিল গত ১৩ই থেকে ১৫ই মার্চ, যাতে লকডাউন এর নির্দেশকে অমান্য করা হয়। মঙ্গলবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় প্রায় ১৪৪০, ২৫০র ও বেশি সংক্রমণের খবর পাওয়া যায় গোটা দেশ ব্যপি। দেশে করোনার জেরে মৃতোর সংখ্যা ৫০। সেরে উঠেছেন প্রায় ১৫০ জন।