
নিউজটাইম ওয়েবডেস্ক : না কোন হাসপাতাল বা হোটেল নয়, এবার কোয়ারেন্টাইন ও আইসোশলনে রূপান্তরিত করা হল ভারতীয় রেলের ২০ হাজার কোচকে। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আক্রান্তদের আইসোলেশনে রাখতে যাতে কোনরকম সমস্য়ায় পড়তে না হয় দেশের সরকারকে তাই বিভিন্ন রেলের বিভিন্ন শাখার চিকিত্সা বিভাগ, সেনার মেডিক্যাল পরিষেবা ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এই ২০ হাজার কোচ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্লিপার কোচগুলিকেই এই কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রূপান্তরিত করা হচ্ছে। ইতিমধ্যেই ৫,০০০ আইসোলেশন ও কোয়ারেন্টাইন কোচ তৈরির কাজ শুরু হয়েছে। যেখানে প্রায় ৮০,০০০ শয্যা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রতিটি কোচে ১৬টি করে শয্যার ব্যবস্থা করা হবে। তবে পরে তা বাড়িয়ে ২০,০০০ কোচেই আইসোলেশনের ব্যবস্থা করা হবে। যেখানে থাকবে প্রায় ৩.২ লক্ষ শয্যা। এছাড়া স্নানের জন্য শৌচালয়গুলিকে ব্যবহারের উপযোগি করে তোলা হবে। বার্থে দুটি অক্সিজেন সিলিন্ডার রাখা হবে। পর্দা দিয়ে হবে করিডর। আবর্জনা ফেরাল জন্য প্রতিটে কেবিনে থাকবে তিনটি পৃথক রঙের ডাস্টবিন। মশার উপদ্রব থেকে বাঁচতে জানালায় লাগানো হবে মশারি। থাকবে মোবাইল ও ল্যাপটপ চার্জ দেওয়ার ব্যবস্থাও। যে কোন জরুরি অবস্থাতে যাতে কাজে আসে তাই আগে থেকে এই বিশেষ ব্যবস্থা করে রাখা হচ্ছে বলে খবর।