
নিউজটাইম ওয়েবডেস্ক : শুধুমাত্র মঙ্গলবারই পাঞ্জাবে কোভিড ১৯ সংক্রমণের সংখ্যা ১৯, ফলে মোট সংক্রামিতের সংক্যা বেড়ে দাঁড়াল ৪১। এখনও পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ৩, জানানো হয় পাঞ্জাবএর রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে।
স্বাস্থ্য মন্ত্রী বি এস সিধু এদিন জানান, রাজ্যের প্রথম করোনা আক্রান্ত একেবারে সুস্থ হয়ে উঠেছেন। এবং তাঁর সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তির খোঁজও প্রায় সম্পুর্ণ। এর আগে পাটিয়ালার রামনগর গ্রামের এক ২১ বছর বয়েসি যুবা নেপাল থেকে ফিরে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার ফলে এই গ্রামটি সীল করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে মঙ্গলবার জানানো হয় এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৪৪০।